ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নানা আয়োজনে ফেনী মুক্ত দিবস পালন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৪
নানা আয়োজনে ফেনী মুক্ত দিবস পালন 

ফেনী: যথাযোগ্য মর্যাদায় ফেনীতে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও র‍্যালির মাধ্যমে দিবসটি স্মরণ করে বীর মুক্তিযোদ্ধা ও নতুন প্রজন্ম।

 

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ১০দিকে ফেনী শহরের জেল রোডস্থ শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন সংগঠন।  

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়কে র‍্যালি বের করে বিজয়ের দিনটি স্মরণ করে। বেলা ১১টার দিকে জেলা প্রশাসন কার্যালয় মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

এতে অংশগ্রহণ করে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা করেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মো. বাতেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মোতালেব প্রমুখ।

ইতিহাস বলছে, ১৯৭১ সালে ৬ ডিসেম্বর সশস্ত্র মুক্তিযোদ্ধারা ক্যাপ্টেন জাফর ইমামের নেতৃত্বে দলে দলে ফেনী শহরে প্রবেশ করে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। ফেনী শহরবাসী ৫ ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার-আলবদর বাহিনীর সশস্ত্র মহড়া দেখেছিল।  

ফলে সকালে ‘জয় বাংলা’ স্লোগান শুনে অনেকেই হকচকিত হয়ে ওঠেন এবং অনেকে মুক্তিযোদ্ধাদের এ স্লোগান প্রথম বিশ্বাসই করতে পারেননি। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই পরিচিত মুক্তিযোদ্ধাদের মিছিলে দেখতে পান।  

তখন লোকজনের ভুল ভাঙতে শুরু করে এবং ধীরে ধীরে মুক্তিযুদ্ধের পক্ষে সাধারণ মানুষ মিছিলে যোগ দিতে শুরু করেন। ৬ ডিসেম্বর ফেনী হানাদার মুক্ত হয়।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২৪
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।