ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে দুর্বৃত্তদের হামলায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৪
পঞ্চগড়ে দুর্বৃত্তদের হামলায় নারী নিহত প্রতীকী ছবি

পঞ্চগড়: পঞ্চগড়ে নামাজরত অবস্থায় দুর্বৃত্তদের হামলায় অরিনা বেগম (৪৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে জেলার বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের কালিয়াগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বোদা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।  

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।  

জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ওই এলাকার আবুল কালামের স্ত্রী অরিনা বেগম নিজ ঘরে এশার নামাজ আদায় করছিলেন। সে সময় ঘরে ঢুকে দুর্বৃত্তরা তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে একের পর এক আঘাত করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এ সময় তার স্বামী স্থানীয় বাজারে ছিলেন। রাতে আবুল কালাম বাড়ি ফিরলে তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসেন।  

নিহত অরিনার এক ছেলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন সভাপতি বলেও জানা গেছে।

বোদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন বলেন, নিহতের মাথায় ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।