ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

পরিবেশ রক্ষায় যা করণীয় তাই করবো: উপদেষ্টা শারমীন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৪
পরিবেশ রক্ষায় যা করণীয় তাই করবো: উপদেষ্টা শারমীন

ঢাকা: পরিবেশ রক্ষায় যা যা করণীয় তাই করা হবে বলে উল্লেখ করেছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।  

শনিবার (৭ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে জলবায়ু ন্যায্যতা সমাবেশ ২০২৪-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শারমীন এস মুরশিদ বলেন, আমরা অন্তর্বর্তী সরকার অত্যন্ত আকস্মিকভাবে কঠিন সংগ্রামের মধ্য দিয়ে আপনাদের সামনে আবির্ভূত হয়েছি। যে অভ্যুত্থান ও সংগ্রাম আমরা ঘটায়নি, রাজনীতিবিদরা ঘটায়নি, আমাদের বাচ্চারা ঘটিয়েছে।  

তিনি আরও বলেন, আমাদের প্রজন্ম বাংলাদেশে, উপমহাদেশে ও সারা বিশ্বে আমি জোরালোভাবে বলতে চাই অত্যন্ত দায়িত্বহীন ভূমিকা পালন করছে। আমাদের দেশে রাজনৈতিক ও সামাজিক সংকটের মধ্য দিয়ে একটা বিপ্লব ঘটে গেল, সেটার তাৎপর্যটা কি? এটা সভ্যতার সেই আর্থসামাজিক কাঠামোকে প্রশ্ন করে। আমরা যে কাঠামো আমার দেশে তৈরি করেছি সেটাকে প্রশ্ন করে।  

উপদেষ্টা বলেন, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি না কারণ এটা পুঁজির ওপর নির্ভরশীল। আমরা নির্যাতন বন্ধ করতে পারি না। আমাদের দেশে যে অপসংস্কৃতি, অপরাজনীতি গড়ে উঠেছে, সেটা সহনীয় ছিল না এবং সেটাকে ভাঙতে হয়েছে। সেই অপরাজনীতির সংস্কৃতি আমাদের বাচ্চারা ভেঙেছে। তারা আমাদের আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তোমরা অন্যায় সহ্য করো, তোমরা মিথ্যে বলো, তোমরা এমন একটা কাঠামো তৈরি করেছ যেখানে আমরা আমাদের কোনো ভবিষ্যৎ দেখতে পাই না। বিশ্বসভ্যতা বলি আর বাংলাদেশের সভ্যতা কিংবা রাজনৈতিক কাঠামো বলি, এখানে আমাদের বাচ্চারা তাদের ভবিষ্যৎ খুঁজে পায় না। সেই কারণেই তারা তাদের জীবন দিয়েছে এবং বুলেটের সামনে দাঁড়িয়ে বলেছে, আমরা মানি না, এটা ভাঙো।  

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার আজ আছে কাল নেই। আমাদের জীবনটাও অন্তর্বর্তী। আমরা আজ আছি কাল নেই। এ সরকার যেটুকু সময় আছে, পরিবেশের জন্য যা করা প্রয়োজন তাই করবে। এটা আমি বলতে পারি। আমি এক একটা প্রকল্প দেখছি নদী দখল হয়ে যাচ্ছে, কে এ অনুমোদন দিয়েছে। আইন তো বলে সে করতে পারে না। আমরা প্রকল্প স্থগিত করে দিয়েছি। অবকাঠামো তৈরি করেছে বন কেটে, কে এটার অনুমোদন দিয়েছে। আইন তো এটা অনুমোদন করে না। যখনি জানতে পেরেছি স্থগিত করে দিয়েছি। কিন্তু এর মধ্যে প্রকল্পের হাজার কোটি টাকা খরচ হয়ে গেছে। এ সরকার চায় আমাদের দেশটা যেন একটা সুন্দর-সবুজ দেশ হয়। সেটা করার জন্য আমাদের ক্ষমতা ও দক্ষতা যতটুকু সেটা আমরা করবো।

আয়োজক কমিটির সভাপতি ধরার উপদেষ্টা ড. মুজিবুর রহমান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২৪
আরকেআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।