ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

টমটমের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৪
টমটমের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

বরিশাল: বরিশালের মুলাদীতে পানি সেচের ইঞ্জিনচালিত টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালকসহ দুজন নিহত হয়েছেন।

শনিবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কলমখার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানিয়েছেন।

নিহতরা হলেন—এনজিও আশার ব্যবস্থাপক ও হিজলা উপজেলার গুয়াবাড়িয়া এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক মাতুব্বরের ছেলে হুমায়ুন কবির (৩৫) ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক একই এলাকার মো. তাজুল মাস্টারের ছেলে কামাল হোসেন (৩১)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জহিরুল জানান, ভাড়ায় চালিত মোটরসাইকেলে হুমায়ুন কবির বরিশালের উদ্দেশে রওনা দেন। মুলাদীর কলমখার মোড় এলাকায় পৌঁছালে মীরগঞ্জ ফেরিঘাট থেকে প্যাদার হাটগামী টমটমের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত দুজনকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর টমটমের চালক পালিয়ে যান। তবে টমটমটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

স্থানীয়রা জানিয়েছেন, অবৈধ যান টমটমের কোনো হেডলাইট ছিল না। বেপরোয়া গতি থাকায় মোটরসাইকেল চালক টমটমটিকে দেখতে পারেননি। তাই এ দুর্ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ২৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২৪
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।