ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কাকরাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
কাকরাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা: রাজধানী কাকরাইল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তাসনিম ফেরদৌস তুলন (২০) নামে এক শিক্ষার্থী মারা গেছেন। এ ঘটনায় তামিম রহমান (২০) নামে অপর এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মারা যান তাসনিম ফেরদৌস তুলন।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, রাতে দুই বন্ধু মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন। কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের গেটের পাশে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান তাসনিম। আহত তামিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তাসনিমের মরদেহ মর্গে রাখা হয়েছে।

হাসপাতালে মৃত তাসনিমের খালাতো ভাই আফ্রিদি ইনসান জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার চম্পকনগর গ্রামে। তাসনিমের বাবার নাম ইসমাইল মিয়া। বর্তমানে ওয়ারী যুগিনগর এলাকায় থাকেন। তাসনিম তিতুমীর কলেজের ছাত্র ছিলেন।

তিনি আরও জানান, বিকেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিল তাসনিম। রাতে জানতে পারি তাসনিম তার আরেক বন্ধুর মোটরসাইকেল নিয়ে তামিমের সঙ্গে ঘুরতে বের হয়েছে। পরে দুর্ঘটনার শিকার হয়। আহত তামিম সাউথ ইস্ট ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষের ছাত্র। তাদের দুজনের বাসা ওয়ারী যুগীনগর এলাকায়।

বাংলাদেশ সময়: ২৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২৪
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।