ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

অগ্রহায়ণের শেষভাগে কনকনে ঠাণ্ডায় কাবু চুয়াডাঙ্গা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
অগ্রহায়ণের শেষভাগে কনকনে ঠাণ্ডায় কাবু চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা: অগ্রহায়ণের শেষভাগে চুয়াডাঙ্গায় শীতের প্রকোপ ক্রমশ বাড়ছে। প্রতিদিনই তাপমাত্রার পারদ হ্রাস পাচ্ছে।

গত এক সপ্তাহে এ জেলায় তাপমাত্রা কমেছে ৭ ডিগ্রি সেলসিয়াস। হিম শীতল বাতাসে শীতের তীব্রতা আরও কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে।

রোববার (৮ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা রেকর্ড ছিল ৭২ শতাংশ।

শীতের তীব্রতায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে তারা নানা উপায়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনেকেই আগুন জ্বালিয়ে বা গরম কাপড় পরিধান করে নিজেদের শীত নিবারণের চেষ্টা করছেন। তবে এসব প্রচেষ্টা যথেষ্ট নয় এবং শীতের এই তীব্রতা তাদের জন্য চরম কষ্টকর হয়ে উঠেছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।