ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
মাদারীপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

মাদারীপুর: মাদারীপুরে ভুল চিকিৎসায় রেনু বেগম (৫৫) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শহরের ইটেরপুল স্বাধীন জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

 

মারা যাওয়ার পরও রোগীকে রাজধানী ঢাকায় পাঠানোর জন্য তড়িঘড়ি করে হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি বুঝতে পেরে ক্ষোভে ফেটে পড়েন স্বজনরা। এ ঘটনার পর হাসপাতাল থেকে পালিয়েছে অভিযুক্ত চিকিৎসক।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে মাদারীপুরের পানিছত্র এলাকার মৃত মালেক মোল্লার স্ত্রী রেনু বেগমকে ভর্তি করা হয় শহরের ইটেরপুলের স্বাধীন জেনারেল হাসপাতালে।  

এরপর শুক্রবার দুপুরে অস্ত্রোপচার করেন সেখানকার ডা. আল আমিন মোহাম্মদ নওশান। ৪ ঘণ্টা অস্ত্রোপচার শেষে রোগীকে দেওয়া হয় বিছানায়। এরপর শুরু হয় প্রচণ্ড ব্যথা। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে রোগীর কোনো সমস্যা হবে না বলে তারা জানায়।  

এরপর শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় অসহ্য যন্ত্রণা নিয়ে মারা যান রেনু বেগম। রোগী জীবিত আছে এই মর্মে, তড়িঘড়ি করে রোগীকে রাজধানী ঢাকায় নিয়ে যেতে বলেন হাসপাতাল কর্তৃপক্ষ। এতেই ক্ষোভে ফেটে পড়েন স্বজনরা। ভুল চিকিৎসায় রেনু বেগমের মৃত্যু হয়েছে উল্লেখ করে জড়িতদের বিচার দাবি করেছেন তারা। ঘটনার পর হাসপাতাল ছেড়ে পালিয়েছে অভিযুক্ত চিকিৎসক।  

তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ভুল চিকিৎসায় নয়, অস্বাভাবিক শ্বাসকষ্ট থাকায় মৃত্যু হয়েছে রোগীর। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। এদিকে এ বিষয়ে জানতে একাধিকবার অভিযুক্ত চিকিৎসকের মোবাইলে কল দিলেও তিনি রিসিভ করেননি।

নিহত রেনু বেগমের মেয়ে ঝুমুর আক্তার বলেন, আমার মাকে ভুল চিকিৎসা দিয়ে মেরে ফেলেছে। অপারেশনের পর কয়েকবার বলেছি, আমার মায়ের ব্যথা হচ্ছে, কিন্তু তারা কোনো কর্ণপাতই করেনি। আমার মা মারা যাবার পর হাসপাতাল থেকে ডাক্তার পালিয়ে গেছে। এই ঘটনার বিচার চাই। '

স্বাধীন জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জুয়েল ব্যাপারী বলেন, 'আমাদের চিকিৎসায় কোনো ত্রুটি ছিল না। রোগীর শ্বাসকষ্ট ছিল, এটা আমাদের কাছে গোপন রেখেছিল। যে চিকিৎসক এই অপারেশন করিয়েছেন তারও কোনো ভুল ছিল না। অস্বাভাবিক শ্বাসকষ্ট ছিল তাই রোগী মারা গেছেন, এছাড়া তাদের অনেক আগেই উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় যেতে বলা হয়েছে, কিন্তু রোগীর পরিবার যায়নি। '

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, 'প্রাইভেট হাসপাতালে এক রোগী মারা গেছে খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। নিহতের পরিবার থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।