ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মাদ্রাসায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ছাত্র নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
মাদ্রাসায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ছাত্র নিহত

ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মুরগি বহনকারী গাড়িতে মাদরাসায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সাকিব আল হাসান সাকিব (১৪) নামে মাদরাসার ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন গাড়ির চালকসহ তিনজন।

রোববার (৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে রূপগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সাকিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সকাল পৌনে ৭টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সাকিব নরসিংদীর রায়পুর উপজেলার হাসেমপুর গ্রামের শরিফ মিয়ার ছেলে। সাকিবের পরিবার রাজধানীর তেজগাঁও এলাকায় থাকে। সাকিবের বাবা শরিফ মুরগি ব্যবসায়ী।

নিহত সাকিবের বাবা শরিফ মিয়া জানান, সাকিব নরসিংদীর শিবপুরে একটি মাদরাসায় কিতাবখানায় পড়তো। গত বৃহস্পতিবার মাদরাসা থেকে সে ঢাকায় পরিবারে কাছে আসে। দুইদিন বাবা ও মায়ের সঙ্গে থেকে আজ ভোরে সে নরসিংদীর মাদরাসায় যাচ্ছিল। বাবা মুরগি ব্যবসায়ী হওয়ায় পরিচিত মুরগি বহনকারী একটি গাড়িতে ছেলেকে তুলে দিয়েছিলেন। সেই গাড়িটি নরসিংদী যাওয়ার সময় রূপগঞ্জ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ড্রাম ট্রাকে পেছনে ধাক্কা দেয় বলে তিনি জানতে পেরেছেন। এতে তার ছেলে নিহত হন এবং গাড়িটির চালকসহ তিনজন আহত হন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া সাকিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, মরদেহ শাহবাগ থানা পুলিশ স্বজনদের কাছে বুঝিয়ে দিয়েছে। আর আহত তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৪
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।