ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
কালীগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর প্রতীকী ছবি

সাতক্ষীরা: সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সুলতানপুর গ্রামে পানিতে ডুবে আয়ান তোহা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

তোহা সুলতানপুর গ্রামের রাজমিস্ত্রি শেখ আতিকুর রহমানের ছেলে।  

আয়ান তোহার বড় চাচা খালেক মাসুদ বলেন, তোহা প্রতিদিন সকালে তার দাদা শেখ আজিজুর রহমানের সঙ্গে চা-বিস্কুট খেতে বাজারে যেত। আজ যখন তোহার দাদা বাজার থেকে বাড়ি ফেরে তখন তার সঙ্গে কেউ ছিল না। তোহা কোথায় জানতে চাইলে তিনি (শেখ আজিজুর) বলেন, রোববার সকালে তিনি একাই বাজারে গিয়েছিলেন। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির উঠান সংলগ্ন পুকুরে তোহার নিথর দেহ ভাসতে দেখি। দ্রুত তোহাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তোহার দাদা শেখ আজিজুর রহমান বলেন, আমার দাদুভাই প্রায়ই আমার সঙ্গে চা-বিস্কুট খেতে বাজারে যেত। আজও যদি আমার সঙ্গে যেত তাহলে হয়তো এদিন দেখতে হতো না।

আয়ান তোহার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।