ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ফের ৪৩১ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ আটক ২ 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
সিলেটে ফের ৪৩১ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ আটক ২ 

সিলেট: সিলেটে ফের ট্রাক ভর্তি ৪৩১ বস্তা ভারতীয় চোরাই চিনির চালানসহ দুইজনকে আটক করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৮ ডিসেম্বর) রাত্রিকালীন সিয়েরা ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যরা সিলেট-তামাবিল সড়কের সুরমা বাইপাস এলাকায় চৌকি বসিয়ে তল্লাশি চালান। এ সময় একটি ট্রাকে ৪৩১ বস্তায় ২১ হাজার ১১৯ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। জব্দকৃত চিনির বাজারমূল্য ২৫ লাখ ৩৪ হাজার ২৮০ টাকা হবে। অভিযানে নেতৃত্বে ছিলেন শাহপরান থানার উপ পরিদর্শক (এসআই) মো. সানাউল ইসলাম।  

অভিযানিক দল চিনি চোরাচালান কাণ্ডে জড়িত ২ জনকে আটক করেছে। আটকরা হলেন, সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইসলাম নগরের সিরাজুল ইসলামের ছেলে সাহিদ আহমদ (২৬) ও পার্শ্ববর্তী জৈন্তাপুর বাগেরখাল এলাকার সাদ উল্লাহর ছেলে ইমন আহমদ (১৮)।  

পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে কতিপয় ব্যক্তি ট্রাকে করে ভারতীয় চিনি নিয়ে সিলেট শহরের দিকে যাচ্ছে। এসএমপির শাহপরাণ (র.) থানার রাত্রীকালীন সিয়েরা ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যরা সুরমা গেইট বাইপাস পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে চিনিভর্তি ট্রাকসহ দুই যুবককে আটক করে। এরপর রাত সোয়া ৩টা পর্যন্ত জব্দ তালিকা প্রস্তুত করার পর আসামিদের বিরুদ্ধে শাহপরাণ (রহঃ) থানার মামলা নং-(৬(১২)’২৪) রেকর্ড করা হয়। গ্রেপ্তারকৃতদের আজ আদালতে সোপর্দ করা হবে।  

এর আগে শুক্রবার (৬ ডিসেম্বর) সিলেট সীমান্ত দিয়ে চোরাই পথে আনা ৬০ বস্তায় ২ হাজার ৯৪০ কেজি ভারতীয় চিনিসহ দুই যুবককে আটক করে পুলিশ। এর আনুমানিক বাজারমূল্য ধরা হয় ৩ লাখ ৫২ হাজার ৮শ টাকা। ওই ঘটনায়ও মামলা হয়েছে। একের পর এক চিনির চালান আটক হলেও থেমে নেই চোরাচালানিরা।  

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৪
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।