ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে গাড়িচাপায় বাইক আরোহী দুই বন্ধু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
ফরিদপুরে গাড়িচাপায় বাইক আরোহী দুই বন্ধু নিহত

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী মো. শাওন মাতুব্বর (২৪) ও তাজিম সরদার (২২) নামে দুই বন্ধু নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন খালিদ শেখ (১৮) নামে আরেক তরুণ।

তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

সোমবার (৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দার নাগারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত তাজিম সরদার নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের আসফরদী গ্রামের হাবিব সরদারের ছেলে এবং শাওন মাতুব্বর ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামের সেন্টু মাতুব্বরের ছেলে। হতাহতরা তিন বন্ধু বলে জানা গেছে।  

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর বলেন, শাওন, খালিদ ও তাজিম মোটরসাইকেলে তেল (অকটেন) ভরার জন্য ঢাকা খুলনা মহাসড়কের সুয়াদী এলাকার সিসিবিএল পাম্পে যাচ্ছিল। তাদের বহন করা মোটরসাইকেলটি ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দার নাগারদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাজিম সরদার মারা যায়। আহত হয় শাওন ও খালিদ। তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন। অপরদিকে আহত খালিদের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।