ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কামরাঙ্গীরচরে নিজ কারখানায় মালিককে হত্যার পর মাটিচাপা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
কামরাঙ্গীরচরে নিজ কারখানায় মালিককে হত্যার পর মাটিচাপা

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে নিজের কারখানা থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় নূরে আলম নামে এক কারখানা মালিকের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি চার দিন আগে নিখোঁজ হন।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে কামরাঙ্গীরচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

কামরাঙ্গীর হাসান নগর ভান্ডারীর মোড়ে স্কিন প্রিন্ট ব্যবসায়ী নুরে আলমকে (৫৭) হত্যার পর লাশ মাটির নীচে পুতে রাখে তারই কর্মচারীসহ অন্যান্যরা।
 
এই ঘটনায় কারখানার এক কর্মচারীসহ চারজন জড়িত বলে জানা গেছে। মূল হত্যাকারীসহ দুইজনকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের বিত্তিতে লাশ উদ্ধার প্রক্রিয়া চলছে। বাকি দুজনকে ধরতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে যাচ্ছে।

জানা গেছে, ৫ ডিসেম্বর কামরাঙ্গীরচরের হাসান নগরে নিখোঁজ হন স্কিন প্রিন্ট কারখানার মালিক নুরে আলম। খোঁজাখুঁজির পর তার কোথাও তার সন্ধান না পেয়ে কামরাঙ্গীরচর থানা পুলিশের শরণাপন্ন হয় পরিবার।

স্থানীয়রা জানান, কারখানার ভেতরেই জুয়া খেলছিলেন কর্মচারীসহ বেশ কয়েকজন। আর তাতে বাধা দিলে আলমকে আঘাত করে কারখানার কর্মচারীরা। এতে ঘটনাস্থলে আলমের মৃত্যু হয়। পরে কারখানার ভেতরেই গর্ত খুঁড়ে তাকে মাটিচাপা দেয়া হয়।

পুলিশ জানায়, বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে ও আইন অনুযায়ী লাশ উদ্ধার প্রক্রিয়া চলমান আছে।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
এজেডএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।