ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যশোরে রাস্তার পাশে মিলল ব্যবসায়ীর মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
যশোরে রাস্তার পাশে মিলল ব্যবসায়ীর মরদেহ

যশোর: যশোরের মণিরামপুরে রাস্তার পাশ থেকে জহুরুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার চিনাটোলা-কোনাকোলা সড়কের ভাটবিলা নামক স্থানের ফাঁকা মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জহুরুল ইসলাম উপজেলার গোবিন্দপুর গ্রামের খোরশেদ আলীর ছেলে। তিনি স্থানীয় কোনাকোলা বাজারে স্যানেটারি সামগ্রীর ব্যবসা করতেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জহিরুল ইসলাম মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে তার ব্যবহৃত মোটরসাইকেলযোগে দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরদিন তার রক্তাক্ত মরদেহ মিলেছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পূর্বশত্রুতার জের ধরে অন্য কোনো স্থানে হত্যা করে মরদেহ ওই স্থানে ফেলে রাখা হতে পারে। মরদেহের মাথায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, জহিরুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
ইউজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।