ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাঙামাটি সদর হাসপাতালে চালু হলো অক্সিজেন উৎপন্ন প্লান্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
রাঙামাটি সদর হাসপাতালে চালু হলো অক্সিজেন উৎপন্ন প্লান্ট

রাঙামাটি: রাঙামাটি সদর হাসপাতালে চালু হলো অক্সিজেন উৎপন্ন করার জন্য নিজস্ব অক্সিজেন প্লান্ট। বুধবার (১১ ডিসেম্বর) সদর হাসপাতালের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার আওতাধীন জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচিতে জিএফএটিএম এর অর্থায়নে রাঙামাটি সদর হাসপাতালে স্থাপিত অক্সিজেন প্লান্টের হস্তান্তর কর্মসূচি অনুষ্ঠিত হয়।  

এসময় এম অ্যান্ড পিডিসি সিডিসি স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মাকসুদা খানম, এম অ্যান্ড পিডিসি, সিডিসি স্বাস্থ্য অধিদপ্তরের ইভ্যালুয়েটর ডা. আজিজুর রহমান, জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির এপিডেমিওলজিস্ট ডা. মো. মুশফিকুর রহমান এবং রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।