ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাককে আদালতে তোলা হয়নি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
টাঙ্গাইলে সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাককে আদালতে তোলা হয়নি

টাঙ্গাইল: নিরাপত্তাজনিত কারণে সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে আদালতে তোলা হয়নি। টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ইমন হত্যা মামলায় আজ তার জামিন শুনানির দিন ধার্য ছিল।

 

এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল আদালত প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এসময় আব্দুর রাজ্জাককে বহনকৃত গাড়িকে উদ্দেশ্য করে ডিম ছোড়ে শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আল আমিনসহ কয়েকজন প্রতিনিধি বলেন, সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে আজ ইমন হত্যা মামলায় আদালতে তোলার তারিখ থাকলে আমরা আদালত চত্বরে উপস্থিত হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকি। পরে রাজ্জাককে আদালতে তোলার জন্য আনা হলেও প্রায় ১০ মিনিট গাড়ি অপেক্ষা তাকে না নামিয়ে ফেরত নিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা বাঁধা দেই। এরপর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়।  

টাঙ্গাইল আদালতের পিপি শফিকুল ইসলাম রিপন বলেন, আজকে মির্জাপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ইমন হত্যা মামলায় আব্দুর রাজ্জাক ভোলা যিনি একাধিক মামলার আসামি যার আজকে জামিন ধার্যের দিন ছিল। কিন্তু নিরাপত্তাজনিত কারণে তাকে আদালতে হাজির করা হয় নাই। এছাড়াও তার জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ৩ আগস্ট মির্জাপুরের গোড়াইতে গুলিতে নিহত কলেজছাত্র ইমন হত্যার মামলায় আব্দুর রাজ্জাককে আসামি করা হয়। এছাড়াও ৫ আগস্ট টাঙ্গাইল শহরে মারুফ হত্যা মামলা ও ৪ আগস্ট মধুপুর উপজেলা সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় মো. আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার দেখায়। পরে তিন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিনের রিমান্ড শেষে গত ২৪ নভেম্বর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল।  

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।