ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

দুদক চেয়ারম্যান-কমিশনারের যোগদান

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
দুদক চেয়ারম্যান-কমিশনারের যোগদান

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) সপ্তম চেয়ারম্যান হিসেবে ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং কমিশনার হিসেবে মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বুধবার (১১ ডিসেম্বর) যোগদান করেছেন।

এর আগে গতকাল (মঙ্গলবার) রাষ্ট্রপতি অনুমোদনের পর মন্ত্রিপরিষদ বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনকে চেয়ারম্যান এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্‌সান ফরিদকে কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

ড. মোহাম্মদ আবদুল মোমেন বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ১৯৮২ ব্যাচের একজন সদস্য। তিনি ১৯৮২ সালে সহকারী কমিশনার হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়ায় যোগদান করেন। পরবর্তীতে তিনি মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে এবং কেন্দ্রীয় প্রশাসনের গুরু্ত্বপূর্ণ পদে কর্মকাল অতিবাহিত করেন। কর্মকালীন জীবনে ড. মোমেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার, প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও পরিচালক, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে উপ-পরিচালক, কক্সবাজার জেলায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), একটি আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থায় লিয়েনে দায়িত্ব পালন, পররাষ্ট্র মন্ত্রীর একান্ত সচিব, দুই জন রাষ্ট্রপতির একান্ত সচিব, সমাজকল্যাণ অধিদপ্তরের পরিচালক, জেলা প্রশাসক-ঢাকা, পরিচালক-ভূমি রেকর্ড, অভিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা,  ঢাকা পরিবহণ সমন্বয় বোর্ড-এর নির্বাহী পরিচালক, চেয়ারম্যান-বিআরটিএ, বাংলাদেশ বিমানের এমডি ও সিইও এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব  হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

যুগ্মসচিব থাকার সময় ২০০৯ সালে ড. মোমেনকে ওএসডি এবং ২০১৩ সালের ৬ই জুন তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ১৭ আগস্ট ২০২৪ তারিখে তাকে সিনিয়র সচিব পদে পদোন্নতিপূর্বক জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়। ড. মোমেন ১৮ আগস্ট জ্যেষ্ঠ সচিব পদে জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে যোগদান করেন এবং একই সাথে সুরক্ষা সেবা বিভাগের দায়িত্ব পালন করেন।  গত ৮ ডিসেম্বর জ্যেষ্ঠ সচিব পদ থেকে পদত্যাগ করেন।

অন্যদিকে কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ১৯৮২ ব্যাচের বিচার ক্যাডারের একজন সদস্য। তিনি ২০১৬ সালের ২৬ মে জেলা ও দায়রা জজ পদ থেকে অবসর গ্রহণ করেন। মার্চ ২০০৬ থেকে মে ২০০৯ পর্যন্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে উপসচিবের দায়িত্ব পালন করেন। তিনি ২০০৮ সাল দুদক রিফর্ম অ্যাডভাইজারী কমিটির সাচিবিক দায়িত্ব পালন করেন। তিনি ২০০৯ থেকে ২০১১ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া জুডিসিয়াল আডমিনিস্ট্রেশন ট্রেইনিং ইনস্টিটিউটের উপ-পরিচালক এবং প্রশাসনিক ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেন। তিনি নীলফামারী, মৌলভীবাজার এবং সর্বশেষ লালমনিরহাট জেলার জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
এসএমএকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।