জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানের মূলধনী যন্ত্রপাতি আমদানিতে আমদানি পর্যায়ে আরোপিত সব ধরনের মূল্য সংযোজন কর (আগাম করসহ) অব্যাহতি পাবে।
বুধবার (১১ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ আদেশ জারি করে।
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ ইয়ার্ডগুলোকে গ্রিন শিপইয়ার্ডে উন্নীত করার লক্ষ্যে শর্তসাপেক্ষে এ ভ্যাট অব্যাহতি দিয়ে এ আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, সরকার ২০২৫ সালের ২৬ জুনের মধ্যে সব জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ ইয়ার্ডকে গ্রিন শিপ রিসাইক্লিং ইয়ার্ডে উন্নীত করবে। নয়তো ওই সময়ের পর থেকে পুনঃপ্রক্রিয়াজাতকরণের জন্য কোনো জাহাজ বাংলাদেশে আসতে পারবে না। এ কারণে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সালের ৪৭ নম্বর আইন) এর ধারা ১২৬ এর উপ-ধারা (৩) অনুযায়ী সব ধরনের মূল্য সংযোজন কর (আগাম করসহ) অব্যাহতি দেওয়া হয়েছে।
আদেশে আরও এত বলা হয়, এ বিষয়ে শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব পদমর্যাদার নিচে নন এমন একজন কর্মকর্তার প্রত্যয়নপত্র শুল্কায়নের সময় কাস্টমস কর্তৃপক্ষের কাছে দাখিল করতে হবে। রেয়াতি হারে আমদানি করা মূলধনী যন্ত্রপাতি শুধু শিপ ব্রেকিং ও রিসাইক্লিং ইয়ার্ডে ব্যবহার করতে হবে। ন্যূনতম পাঁচ বছরের আগে বিক্রি বা হস্তান্তর করা যাবে না। পাঁচ বছর অতিবাহিত হওয়ার আগে আমদানি করা ওইসব মূলধনী যন্ত্রপাতি বিক্রি বা হস্তান্তর করা হলে প্রদত্ত রেয়াতি সুবিধা বাতিল হবে।
বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
জেডএ/এমএম