নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে ওজনে কারচুপির অপরাধে মেসার্স মোজাম্মেল অ্যান্ড সন্স নামে একটি ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলার শুখানদিঘির পাড় এলাকার ওই ফিলিং স্টেশনটিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন দিন ধরে মেসার্স মোজাম্মেল অ্যান্ড ফিলিং স্টেশন ক্রেতাদের ওজনে কম তেল দিয়ে আসছিলেন। অভিযান চালিয়ে ওজনে তেল কম দেওয়ায় এ ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
আরএ