ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ওজনে কারচুপির অপরাধে ফিলিং স্টেশনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
কিশোরগঞ্জে ওজনে কারচুপির অপরাধে ফিলিং স্টেশনকে জরিমানা

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে ওজনে কারচুপির অপরাধে মেসার্স মোজাম্মেল অ্যান্ড সন্স নামে একটি ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলার শুখানদিঘির পাড় এলাকার ওই ফিলিং স্টেশনটিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন দিন ধরে মেসার্স মোজাম্মেল অ্যান্ড ফিলিং স্টেশন ক্রেতাদের ওজনে কম তেল দিয়ে আসছিলেন। অভিযান চালিয়ে ওজনে তেল কম দেওয়ায় এ ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।