ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক  ফাইল ফটো

মানিকগঞ্জ: বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার তীব্রতা কমে আসায় পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।  

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

 

জানা যায়, বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। কুয়াশার কারণে চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে গেলে আরিচা-কাজিরহাট নৌপথে ১১টা ৫০ মিনিটের দিকে ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়।  

অপরদিকে, একই কারণে রাত ৩টা ১০ মিনিটের দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথেও ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। আর প্রতিটি নৌপথে দুটি করে মোট চারটি ফেরি মাঝ নদীতে আটকে আছে।

বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, দুর্ঘটনা এড়াতে দুটি নৌপথেই ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশার তীব্রতা কমে যাওয়ায় সকাল ১০টা ১৫ থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। আর ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পাড় করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।