গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নামপরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, উপজেলার কালামপুর এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা ওই যুবকের মৃত্যু হয়। স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে জাতীয় জরুরিসেবা ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে জানান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
আরএস/এএটি/এসআরএস