ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ট্রেন থামিয়ে রেলপথ অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
বগুড়ায় ট্রেন থামিয়ে রেলপথ অবরোধ

বগুড়া: বগুড়ার গাবতলীর সুখানপুকুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগরসহ সব ধরনের ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেললাইন প্রায় আধা ঘণ্টা অবরোধ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে দোলনচাঁপা নামক একটি আন্তঃনগর ট্রেন থামিয়ে লাইন অবরোধ করেন তারা।

 

এতে ১৫ মিনিট সময় ধরে সান্তাহার-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। এ সময় সান্তাহার থেকে ছেড়ে আসা যাত্রীবাহী দোলনচাঁপা কমিউটার ট্রেনটি স্টেশনে প্রায় ১৫ মিনিট দাঁড়িয়ে থাকে। পরে অবরোধ তুলে নিয়ে ট্রেন ছেড়ে দেন তারা।

অবরোধকারীরা জানান, সুখানপুকুর রেলস্টেশন খুবই গুরুত্বপূর্ণ স্টেশন। রেলওয়ে কর্তৃপক্ষের কাছে এক বছর আগে ধরে কমিউটার ট্রেনের যাত্রাবিরতির জন্য দফায় দফায় দাবি জানিয়ে আসছি। কিন্তু কর্তৃপক্ষ আমাদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি। আমরা রেলওয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ মন্ত্রণালয়ে দাবি জানাচ্ছি কমিউটার ট্রেনের যাত্রাবিরতির জন্য।

সুখানপুকুর রেলওয়ে স্টেশন মাস্টার আরাফাত হোসেন বলেন, বেলা সাড়ে ১২টার দিকে তারা স্টেশন চত্বরে আন্তঃনগর ট্রেন থামিয়ে অবরোধ শুরু করেন। দোলনচাঁপা কমিউটার ট্রেনটি পঞ্চগড় লালমনিরহাট অভিমুখে যাওয়ার জন্য স্টেশনে প্রবেশের সঙ্গে সঙ্গেই ইঞ্জিনের সামনে অবরোধ করে লাল ব্যানার টানিয়ে রাখে। এ সময় তারা সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানান। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। এরপর বেলা ১২টা ৪৫ মিনিটের সময় ট্রেনটি লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।