ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অবৈধ মজুদ ৩৩১ বস্তা সার জব্দ, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
অবৈধ মজুদ ৩৩১ বস্তা সার জব্দ, জরিমানা

লালমনিরহাট: লালমনিরহাটে সারের বাজার নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে অবৈধ মজুদ ৩৩১ বস্তা সার জব্দ করে হিরা লাল রায় নামে একজনকে ৩০ হাজার টাকা জরিমানা করে আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে অভিযান পরিচালনা করা হয়।

নেতৃত্বে ছিলেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত।

অবৈধ মজুদদার হিরা লাল রায় আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের আরাজি দেওডোবা গ্রামের হর সুন্দর বর্ম্মনের ছেলে।  

জানা গেছে, রবি মৌসুমে ফসল চাষাবাদের শুরুতে সারের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে সার বিক্রি করছেন কতিপয় অসাধু বিক্রেতা। এ কারণে জেলাজুড়ে সার নিয়ে কৃষকদের মধ্যে হাহাকার উঠেছে। সারের বাজার নিয়ন্ত্রণে মজুদদার ও অবৈধ সার বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান শুরু করে জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওমর ফারুক পুলিশ নিয়ে বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।  

এ সময় উপজেলার ভাদাই ইউনিয়নের আরাজি দেওডোবা গ্রামের হিরা লাল রায়ের দোকান, বাড়ি ও ভাড়া নেওয়া গুদামসহ চারটি স্থান থেকে প্রায় ৩৩১ বস্তা সার জব্দ করে অবৈধভাবে সার মজুদের অপরাধে ওই ব্যক্তির ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।  

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত বলেন, হিরা লাল রায় নামে একজন অনুমোদনহীন সার বিক্রেতার দোকান, বাড়ি ও পাশের বাড়িতে অবৈধ মজুদ করে রাখা ৩৩১ বস্তা সার জব্দ করা হয়েছে। সার মজুদের দায়ে তার ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

লালমনিরহাট জেলা প্রশাসক (ডিসি) এইচএম রকিব হায়দার বলেন, সারের অবৈধ মজুদ রোধে জেলাজুড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। অবৈধ মজুদের দায়ে সার জব্দসহ অসাধু ব্যবসায়ীদের জরিমানা আদায় করা হচ্ছে। জেলায়  সারের কোনো সংকট নেই। অবৈধ মজুদ ও অতিরিক্ত দাম রোধে স্থানীয় কৃষি বিভাগ এবং উপজেলা প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।