ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঘন কুয়াশা: লক্ষ্মীপুর-ভোলা রুটে ফেরি চলাচল ব্যাহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
ঘন কুয়াশা: লক্ষ্মীপুর-ভোলা রুটে ফেরি চলাচল ব্যাহত

লক্ষ্মীপুর: ঘন কুয়াশার কারণে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট থেকে ভোলার ইলিশা রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। গত কয়েকদিন ধরে দিনের বেশিরভাগ সময় ফেরি চলাচল বন্ধ রাখতে হয় বলে জানায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

এতে দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকতে হয় যানবাহনগুলোকে।  

ঘন কুয়াশায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতেই ফেরি চলাচল বন্ধ রাখা হচ্ছে।   

মজুচৌধুরীর হাট ঘাট থেকে ইলিশা রুটে সর্বশেষ ১৯ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়। দীর্ঘ সময় বন্ধ থাকার পর শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ভোলার উদ্দেশ্যে একটি ফেরি ছেড়ে যায়।  

এর আগে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ছেড়ে যায় সর্বশেষ ফেরিটি। এরপর আর কোনো ফেরি চলাচল করতে পারেনি।  

এদিকে শুষ্ক মৌসুম হওয়ায় এ রুটে নাব্যতা সংকট প্রকট আকার ধারণ করেছে। এটিও ফেরি চলাচল বিঘ্নিত হওয়ার অন্যতম কারণ।  

মজুচৌধুরীহাট ফেরিঘাটের টার্মিনাল সহকারী রেজাউল করিম বাংলানিউজকে বলেন, ঘন কুয়াশা এবং নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। এতে যানবাহন আটকা পড়ছে। ঘাটে অন্তত ৬০ থেকে ৭০টি যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় থাকছে। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ৬০ শতাংশ সার্ভিস কমেছে।  

ফেরির এ কর্মকর্তা আরও জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মজুচৌধুরীর হাট থেকে একটি ফেরি ভোলার উদ্দেশ্যে ছেড়ে গেলেও এরপর আর কোনো ফেরি চলাচল করেনি। দীর্ঘ সময় পর শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে একটি ফেরি যাত্রীবাহী বাস নিয়ে মজুচৌধুরীর হাট থেকে ছেড়ে যায়।  

লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট-ইলিশা রুট হয়ে দেশের দক্ষিণাঞ্চলের প্রায় ২১ জেলার যানবাহন চলাচল করে। বর্তমানে এ রুটে সুফিয়া কামাল, বেগম রোকেয়া, কাবেরী ও কুসুম কলী নামে চারটি ফেরি চলাচল করছে।  

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।