ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজশিক্ষার্থী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজশিক্ষার্থী নিহত ছবি: প্রতীকী

ঢাকা: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইমরান শিকদার (১৯) নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার বাবা ও মা।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ গলাকাটা ব্রিজের সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় স্বজনরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর ১টার দিকে ইমরানকে মৃত ঘোষণা করেন। তার বাবা মোক্তার হোসেন শিকদার ও মা আসমা আক্তারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হাসপাতালে মৃত ইমরানের চাচাতো ভাই মো. রাসেল শিকদার জানান, তাদের বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলার পাতালিয়া গ্রামে। বর্তমানে ডেমরা রানীমহল এলাকায় থাকেন। ইমরান নারায়ণগঞ্জ কমার্স কলেজের শিক্ষার্থী ছিলেন।

তিনি আরও জানান, সকালে তারা কুমিল্লার মেঘনায় ইমরানের নানির বাড়ি যাওয়ার উদ্দেশে বের হন। ডেমরা থেকে অটোরিকশাযোগে চিটাগাং রেডে যাচ্ছিলেন। সেখান থেকে বাসে কুমিল্লা যাওয়ার কথা। গলাকাটা ব্রিজের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন ইমরান। তার বাবা ও মা সামান্য আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।  

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, দুপুরে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।