ফরিদপুর: বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও এমপি চৌধুরী কামাল ইবনে ইউসুফ তার মহৎ কর্মের মাধ্যমেই আজীবন দেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করে গেছেন। তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন।
সাবেক মন্ত্রী ও ফরিদপুর সদর-৩ আসন থেকে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য চৌধুরী কামাল ইবনে ইউসুফের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আলোচকরা এসব কথা বলেন।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে ফরিদপুর শহরের কমলাপুরের ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে ফরিদপুর সদরের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ অংশ নেন।
এ সময় কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল তার বক্তব্যে চৌধুরী কামাল ইবনে ইউসুফের বাস্তবায়িত নানান উন্নয়ন কর্মকাণ্ডেরর বর্ণনা তুলে ধরে বলেন, ফরিদপুর সদর আসন থেকে আমরা কামাল ইবনে ইউসুফ এর যোগ্য উত্তরসূরি হিসেবে তার জ্যেষ্ঠ মেয়ে চৌধুরী নায়াব ইউসুফকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রতিনিধি হিসেবে দেখতে চাই।
অনুষ্ঠানে বক্তব্যকালে চৌধুরী কামাল ইবনে ইউসুফের জ্যেষ্ঠ মেয়ে চৌধুরী নায়াবা ইউসুফ বলেন, আমার আব্বার কথা বলতে গেলে আমি আবেগাপ্লুত হয়ে যাই। তার অনুপস্থিতিতে আমরা যখন পথে-ঘাটে সাধারণ মানুষের মাঝে যাই, তখন তাদের কাছে শুনতে পাই তিনি তাদের জন্য কতো কিছু করে গেছেন। এজন্যই তিনি যতবার নির্বাচন করেছেন ততবারই বিজয় হয়েছেন। তিনি অত্যন্ত নিরহংকারী ছিলেন।
চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক এ বি এম সাত্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপক এম এ সামাদ, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর হোসেন, ড্যাবের জেলা শাখার সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ।
আলোচনা সভা শেষে চৌধুরী কামাল ইবনে ইউসুফের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন দরগা মসজিদের খতিব হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন চৌধুরী কামাল ইবনে ইউসুফের কনিষ্ঠ ভ্রাতা ভাই ফয়সাল ইউসুফ, মেজ মেয়ে সিমাব ইউসুফ পরিবারের সদস্য প্রমুখ।
প্রসঙ্গত, ২০২০ সালের ৯ ডিসেম্বর চৌধুরী কামাল ইবনে ইউসুফ করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি ফরিদপুর সদর আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিএনপি ও চার দলীয় জোট সরকারের আমলে একাধিকবার বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন।
বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
আরআইএস