মাদারীপুর: মাদারীপুরে কুমার নদে গোসল করতে নেমে দুই ভাই-বোন নিখোঁজ হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার তরমুগরিয়া এলাকার কুমার নদে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিশুরা হলো- ওই এলাকার লিটন মাতুব্বরের মেয়ে কুলসুম আক্তার (১১) ও ছেলে মিনহাজ (৭)। তারা স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী।
জানা গেছে, মাদারীপুর শহরের তরমুগরিয়া এলাকায় বাসা ভাড়া করে থাকেন লিটন মাতুব্বর ও মিনু বেগম দম্পতি। তাদের তিন মেয়ে ও এক ছেলে। প্রতিদিনের মতো লিটন মাতুব্বর ভাঙ্গারী কেনা-বেচার কাজের জন্য বাসার বাইরে যান। এসময় শিশুদের মা কাজে ব্যস্ত ছিলেন। দুপুরে মাদরাসা থেকে ফিরে পাশের কুমার নদে গোসল করতে যায় দুই ভাই বোন। গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিখোঁজ দুইজনের মা মিনু বেগম বলেন, আমাকে না বলেই ওরা এখানে গোসল করতে এসেছে। আশপাশের লোকজন ওদের ডুবে যেতে দেখে আমাদের জানায়। পরে ডুবুরিকে খবর দেওয়া হলে তারা এসে খোঁজ করছেন। আল্লাহর কাছে দোয়া করছি যেন ওরা জীবিত উদ্ধার হয়।
মাদারীপুর ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত হোসেন বলেন, দুই ভাই বোনের নিখোঁজ হওয়ার খবর পেয়ে এখানে এসেছি। ডুবুরি দল তাদের উদ্ধারে কাজ করছে।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৫
আরএ