ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বিবাদের জমিতে মাটি ভরাটে বাধা দেওয়ায় ট্রাক্টরচাপায় বৃদ্ধকে খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
বিবাদের জমিতে মাটি ভরাটে বাধা দেওয়ায় ট্রাক্টরচাপায় বৃদ্ধকে খুন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুরে বিবাদমান একটি জমিতে মাটি ভরাটে বাঁধা দেওয়ায় শ্যালো ইঞ্জিন চালিত ট্রাক্টরের নিচে চাপা দিয়ে হবিবুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধকে খুনের অভিযোগ পাওয়া গেছে।  

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার বরইতলী গ্রামে এ ঘটনা ঘটে।

 এদিকে ঘটনার পর থেকে ট্রাক্টরটির চালকের কোন খোঁজ পাওয়া যায়নি।  

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানায়, মেঘাই গ্রামের বিপ্লব মহুরী হবিবুর রহমানের আগের পক্ষের মেয়ে সাবরিন আক্তারের কাছ থেকে ৭ শতক জমি কিনেছেন বলে দাবি করেন। শনিবার ওই জমিতে ট্রাক্টর দিয়ে মাটি ভরাটের চেষ্টা করা হয়। এ সময় হবিবুর রহমান মাটি ভরাটকাজে বাঁধা দিতে গেলে চালকের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বৃদ্ধ হবিবুর রহমান মাটিতে পড়ে গেলে তার ওপর দিয়ে ট্রাক্টরটির চালিয়ে দিয়ে পালিয়ে যান চালক। এতে ঘটনাস্থলেই বৃদ্ধ মারা যান।  

নিহত হবিবুর রহমানের ছেলে মাহবুবুর রহমান অভিযোগ করে বলেন, বিপ্লব মহুরি আমার সৎবোন সাবরিন আক্তারের কাছ থেকে ৭ শতক জমি কিনেছেন দাবি করে সেখানে ট্রাক্টর দিয়ে মাটি ভরাটের চেষ্টা করেন। বিষয়টি জেনে আমার বাবা মাটি ভরাট কাজে বাধা দিতে গেলে তাকে ট্রাক্টরের নিচে ফেলে হত্যা করা হয়েছে।

মাহবুবুর আরও বলেন, বিপ্লব মহুরি যদি জমি কিনে থাকেন, তাহলে মুরুব্বিদের সাথে বসে সেটা বুঝে নেবেন। কিন্তু তিনি জোর করে মাটি ভরাট করতে এসেছেন।  

এ বিষয়ে বিপ্লব মহুরির বলেন, গতকাল আমি আমার শেরপুর বাসায় আছি, আজকে কারা আমার জমিতে মাটি ভরাট করতে গেছে আমি জানিনা। আমি কোনো লেবার বা মাটি ভরাট করতে লোক পাঠাই নাই৷ 

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, জমি সংক্রান্ত একটা অভিযোগ গতকাল পেয়েছি। আমরা পুলিশ পাঠিয়ে দুই পক্ষকে সমাধান না পর্যন্ত স্থিতি থাকতে বলেছিলাম। তারপরও আজকে ওই জমিতে মাটি ভরাট করতে গিয়ে একটা দূর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলে হাসপাতালে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।