নোয়াখালী: নোয়াখালীর চাটখিলে ট্রাকচাপায় রাহুল (১৭) নামে মোটরসাইকেলের আরোহী এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চাটখিল বাজারের জাহাঙ্গীর টাওয়ার সংলগ্ন চাটখিল-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহুল একই দক্ষিণ দশঘরিয়া গ্রামের নুরুল ইসলাম খোকনের ছেলে। সে পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকালের দিকে রাহুল উপজেলার হালিমা দীঘির পাড় থেকে তার চাচাতো ভাই আকাশের মোটরসাইকেল যোগে চাটখিল বাজারের দিকে যাচ্ছিল। পথে মোটরসাইকেলটি চাটখিল-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জাহাঙ্গীর টাওয়ার সংলগ্ন এলাকায় এলে গরুবোঝাই একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রাহুল সড়কে ছিটকে পড়লে ট্রাকচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সুলতান জানান, রাহুলকে চাপা দেওয়া ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
এসআরএস