ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

জাতীয়

সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নদভী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৫, ডিসেম্বর ১৫, ২০২৪
সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নদভী গ্রেপ্তার ড. আবু রেজা মুহাম্মদ নদভী

ঢাকা: আত্মগোপনে থাকা চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নদভীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১৫ ডিসেম্বর) রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নদভী উত্তরার একটি বাসায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম ওই বাসা থেকে তাকে আটক করে।

তিনি আরও জানান, নদভীর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাকে সেসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
এসসি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।