ঢাকা, মঙ্গলবার, ২ পৌষ ১৪৩১, ১৭ ডিসেম্বর ২০২৪, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পারিবারিক কবরস্থানে শায়িত সাংবাদিক জুবাইরের বাবা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
পারিবারিক কবরস্থানে শায়িত সাংবাদিক জুবাইরের বাবা মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন ফারুকী

লক্ষ্মীপুর: অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সিনিয়র নিউজরুম এডিটর মো. জুবাইরের বাবা মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন ফারুকীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।  

সোমবার (১৬ ডিসেম্বর) বাদ আছর জানাজা শেষে নিজ বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের জামির তলী গ্রামের নতুন মোল্লা বাড়িতে তাকে দাফন করা হয়।

 

জানাজায় অংশ নেন এলাকাবাসী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন তার ছেলেরা।  

মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন ফারুকী ঢাকার মিরপুরের নিজ বাসাতেই ১৫ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর আগে তার বয়স হয়েছিল ৬৬ বছর।  

মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন ফারুকী পেশাগত জীবনে ছিলেন একজন ইসলামী শিক্ষাবিদ। নওগাঁর মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নে এনায়েতপুর ওয়াজেদিয়া সিনিয়র ফাজিল মাদরাসার প্রতিষ্ঠাকালীন ভাইস প্রিন্সিপাল ও পরে প্রিন্সিপাল ছিলেন তিনি।

জীবনের ৪০ বছর সময় ইসলামী শিক্ষার প্রচার প্রসারে ব্যয় করেছেন।
তাছাড়া মহাদেবপুর উপজেলায় দুটি মাদরাসা ও দুটি মসজিদের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি।

শিক্ষকতা পেশা থেকে অবসরের পর তিনি তার স্ত্রী-সন্তান নিয়ে রাজধানীর মিরপুরে বসবাস করতেন। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন মাওলানা নিজাম উদ্দিন।  

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।