ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

ঘোড়া চুরির অভিযোগে শিকলবন্দি কিশোর, ৩ দিন পর উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৪, ডিসেম্বর ১৮, ২০২৪
ঘোড়া চুরির অভিযোগে শিকলবন্দি কিশোর, ৩ দিন পর উদ্ধার

বরিশাল: মাদক উদ্ধারের অভিযানে গিয়ে ঘোড়া চুরির অভিযোগে তিনদিন ধরে শিকলবন্দি এক কিশোরকে উদ্ধার করেছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে মহানগরের রসুলপুর চরে অভিযানে গিয়ে ওই কিশোরকে উদ্ধার করা হয় বলে ডিবির পরিদর্শক সগীর হোসেন জানান।

উদ্ধার হওয়া পিতৃ-মাতৃহীন ওই কিশোর নগরীর কলাপট্টি এলাকায় থাকতো।

পরিদর্শক সগীর হোসেন বলেন, মাদক উদ্ধারে গিয়ে চরের বাসিন্দা মাসুদ সরদারের ঘরে পায়ে শিকল দিয়ে তালাবন্দি অবস্থায় ওই কিশোরকে দেখতে পান তারা।

তার কাছ থেকে জানতে পারেন, মাসুদ সরদারের একটি ঘোড়া ছিল। ওই ঘোড়া চুরি হয়েছে। ঘোড়া চুরির অভিযোগে তিনদিন আগে তাকে ধরে এনে শিকলবন্দি করে ঘরে আটকে রাখা হয়। মাসুদ সরদারকে পাওয়া যায়নি।

পরিদর্শক আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের মামা জনি বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করবেন।

বাংলাদেশ সময়: ২৩৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
এমএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।