ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে আগুনে দগ্ধ হয়ে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
টঙ্গীতে আগুনে দগ্ধ হয়ে শিশুর মৃত্যু প্রতীকী ছবি

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া হাজী মার্কেট এলাকায় বসতবাড়িতে আগুন লেগে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আগুনে ওই বসতবাড়ির সাতটি টিনশেড কক্ষ পুড়ে গেছে।

 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিশু হলো- কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানার মইদাম এলাকার খোরশেদ আলমের ছেলে মিরাজ (৭)। তিনি টঙ্গীর দত্তপাড়া হাজী মার্কেট এলাকার বাবা মায়ের সঙ্গে বাসা ভাড়া থাকতেন।  

পুলিশ, ফায়ার সার্ভিস ও নিহতের স্বজনরা জানায়, টঙ্গীর দত্তপাড়ার হাজী মার্কেট এলাকায় বাসা ভাড়া থেকে খুরশেদ আলম রিকশা চালায়। মঙ্গলবার রাতে মিরাজ তার দাদির কক্ষে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর ওই কক্ষে তালাবদ্ধ করে বাইরে যান তার দাদি। পরে হঠাৎ ওই কক্ষে আগুন লেগে যায়। মুহূর্তে আগুন বাড়ির অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে। এ সময় মিরাজ ঘরের ভেতরে আটকে থেকে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বসতবাড়ির সাতটি কক্ষ পুড়ে গেছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট কর্মীরা দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নেভায়। আগুনে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪।
আরএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।