ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা: স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাথে কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সৌজন্য সাক্ষাৎ হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অফিসকক্ষে এ সৌজন্য সাক্ষাৎ হয়।

সাক্ষাৎকালে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানে আমরা অনেক সন্তানকে হারিয়েছি। অনেক ছাত্র জনতার স্থায়ীভাবে অঙ্গহানি হয়েছে। তাদের যথাযথ চিকিৎসা এবং রিহ্যাবিলিটেশনের ব্যাপারে আমাদের সবাইকেই একযোগে কাজ করতে হবে।

স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, গুরুতর আহতদের কয়েকজনকে রোবোটিকস ফিজিওথেরাপি চিকিৎসার জন্য ব্যাংককে পাঠানো হয়েছে। এ ধরনের ব্যয়বহুল যন্ত্রপাতি আমাদের দেশে নেই। আন্দোলনে আহতদের জন্য এক সেট রোবোটিকস ফিজিওথেরাপি যন্ত্রপাতি চায়না সরকার থেকে বিনামূল্যে পাওয়া যাচ্ছে। সেটা স্থাপন করলে দেশেই আহতদের রোবোটিকস ফিজিওথেরাপির চিকিৎসা দেওয়া সম্ভব হবে।

কানাডিয়ান হাইকমিশনারের প্রশ্নের উত্তরে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, কানাডা আমাদের ডাক্তার, নার্স, ফ্যাকাল্টি মেম্বারদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারে। তাছাড়া হাসপাতালগুলোর ব্যবস্থাপনা এবং তত্ত্বাবধানজনিত ব্যাপারে প্রশিক্ষণে সহযোগিতা করতে পারে।

স্বাস্থ্য উপদেষ্টা সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের ব্যাপারে হাইকমিশনারকে অবহিত করেন।

কানাডার হাইকমিশনার এ সময় বলেন, কানাডা সরকার বাংলাদেশের সঙ্গে উন্নয়ন সহযোগিতা, বাণিজ্যসহ বিভিন্ন সেক্টরে কাজ করে যাচ্ছে। বিশেষত স্বাস্থ্য খাতে আইসিডিডিআরবি এবং ব্র্যাকের সঙ্গে কাজ করে যাচ্ছে। কানাডায় বিপুল সংখ্যক বাংলাদেশির বসবাস রয়েছে। বাংলাদেশে যদি কিছু হয় সেটার প্রভাব কানাডাতেও পড়ে।

সাক্ষাৎকালে কানাডিয়ান হাইকমিশনের কর্মকর্তা এডওয়ার্ড ক্যাবরেরা, স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব মো. মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
আরকেআর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।