সিলেট: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সিলেটে সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার আসামিক এসএমপির সাবেক অতিরিক্ত উপকমিশনার সাদেক কাওসার দস্তগীরকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই।
বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে মৌলভীবাজার জেলার বর্তমান কর্মস্থল থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পিবিআই সিলেটের পুলিশ সুপার খালেদ-উজ-জামান।
বাংলানিউজকে তিনি বলেন, সাদেক কাওসার দস্তগীরকে তার বর্তমান কর্মস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।
গত ১৯ জুলাই গণ-অভ্যুত্থানে দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক এটিএম তুরাব। তিনি দৈনিক নয়া দিগন্তের সিলেট প্রতিনিধি ও দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার ছিলেন। ঘটনার পর একটি ভিডিওচিত্রে দেখা যায়, ঘটনার দিন ১৯ জুলাই বেলা ২টার দিকে নগরের কোর্ট পয়েন্টে বিএনপির মিছিলে পেছন থেকে গুলি ছোড়ে পুলিশ। ওই সময় সিলেট মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার সাদেক কাওসার দস্তগীর জনৈক কনস্টেবলের হাত থেকে অস্ত্র নিয়ে গুলি ছোড়েন।
পুলিশের ছোড়া গুলিতে গুরুতর আহত সাংবাদিক এটিএম তুরাব ওইদিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ময়না তদন্ত প্রতিবেদনে তার দেহে ৯৮টি স্প্লিন্টার বিদ্ধ হয় বলে জানান চিকিৎসক।
এ ঘটনায় পুলিশের তরফ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়। কিন্তু পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলা নেওয়া হয়নি।
৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর গত ১৯ আগস্ট সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আব্দুল মোমেনের আদালতে হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আবুল হাসান মো. আজরফ (জাবুর)। মামলাটি কোতোয়ালি থানাকে রেকর্ড করতে নির্দেশ দেওয়া হয়।
ওই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (ক্রাইম, উত্তর) মো. সাদেক দস্তগীর কাওসার, উপকমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়।
ঘটনার পর অতিরিক্ত উপকমিশনার (ক্রাইম, উত্তর) মো. সাদেক কাওসার দস্তগীর, উপকমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখকে সিলেট থেকে বদলি করা হয়।
গত ৮ অক্টোবর আদালতের নির্দেশে চাঞ্চল্যকর এই মামলার নথিপত্র কোতোয়ালি থানা পুলিশ পিআইবিকে বুঝিয়ে দেয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র ইন্সপেক্টর মোহাম্মদ মোরসালিন গত ১৭ নভেম্বর রাতে তুরাব হত্যা মামলার আরেক আসামি কনস্টেবল উজ্জ্বল সিংহকে ঢাকা থেকে গ্রেপ্তার করে। পরদিন আদালতে তার ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অবশেষে মামলা দায়েরের চার মাসের মাথায় সাদেক কাওসার দস্তগীরকে গ্রেপ্তার করা হলো।
বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
এনইউ/এমজেএফ