ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আদালত ভবনের সামনে আ.লীগ নেতাকে গণপিটুনি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
আদালত ভবনের সামনে আ.লীগ নেতাকে গণপিটুনি

সিলেট: সিলেটের বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেল হত্যা মামলার আসামি  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসন নুরুকে আদালতপাড়ায় গণপিটুনি দেওয়া হয়েছে।  

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর)  বিকেল ৩টার দিকে সিলেট মহানগর দায়রা জজ আদালত ভবনের সামনে এ ঘটনা ঘটে।

 

গণপিটুনির শিকার আমির হোসেন নুরু সিলেটের বালাগঞ্জের পশ্চিম গৌরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি।

প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রেপ্তার আমির হোসেন নুরুকে এদিন পুলিশি পাহারায় আদালতে তোলা হচ্ছিল। এমন সময় জনতা মার মার চিৎকার করে অতর্কিত হামলা করেন। তাৎক্ষণিক লোকজন চেয়ারম্যান নুরুকে গণপিটুনি দেন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে আদালতে নিয়ে হাজির করে পুলিশ।  

আহত নুরু চেয়ারম্যানের পক্ষের লোকজনের দাবি, এসময় নিহত সায়েম আহমদ সুহেলে স্বজন ও অনুসারীরা আসামিকে মারপিট করেন ও জনতার ভিড় জমিয়ে গণপিটুনি দেন।

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম বলেন, আসামির ওপর হামলার ঘটনা আমি জেনেছি। আমাদের পুলিশ সেখানে উপস্থিত রয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছি।

এর আগে বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর মীরের ময়দান বাংলাদেশ বেতারের কেন্দ্রের সামনের সড়ক থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমির হুসেন নুরুকে গ্রেপ্তার করে। পরে রাত সাড়ে ৮ টায় বালাগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে আজ বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়।  

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনের অন্তর্ভুক্ত বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে জাল ভোট প্রদানে বাধা দিলে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেলকে গুলি করে হত্যা করা হয়।  

পরবর্তীতে নিহত সায়েম আহমদ সুহেলের চাচাতো ভাই পশ্চিম গৌরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান বাদি হয়ে ৫ জনের নামোল্লেখ করে ও ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে আদালতে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আত্মগোপনে ছিলেন আওয়ামী লীগ নেতা নুরু।  দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে র‌্যাবের হাতে ধরা পড়েন।  

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
এনইউ/এসএএইচ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।