ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ডাকাতদের সঙ্গে ‘সমঝোতা’র চেষ্টায় যৌথবাহিনী, সাড়া না মিললে অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
ডাকাতদের সঙ্গে ‘সমঝোতা’র চেষ্টায় যৌথবাহিনী, সাড়া না মিললে অভিযান

ঢাকা: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে অবস্থান করা ডাকাতদের সঙ্গে সমঝোতার চেষ্টা করা হচ্ছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন। সমঝোতা না হলে যৌথভাবে অভিযানের চেষ্টা করা হবে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম।

তিনি বাংলানিউজকে বলেন, ব্যাংকের ভেতরে অবস্থান করা ডাকাতদের সঙ্গে সমঝোতার চেষ্টা করা হচ্ছে। যদি এই পলিসি ব্যর্থ হয় তাহলে যৌথভাবে অভিযান চালানোর চিন্তাভাবনা করা হবে।  

শেষ খবর পাওয়া পর্যন্ত ব্যাংকের ভিতরে তিনজন ডাকাত অবস্থান করছে বলে জানা গেছে। ব্যাংকের আশেপাশে সম্পূর্ণ জায়গা সেনাবাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে। উপস্থিত জনসাধারণকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: জিঞ্জিরায় রূপালী ব্যাংকে ডাকাতের হানা, ঘিরে ফেলেছে যৌথবাহিনী

দুপুরের দিকে ডাকাত সদস্যরা ব্যাংকে প্রবেশ করেন। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে ব্যাংকের প্রবেশ ও বের হওয়ার দরজা বন্ধ করে দেন। এরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো ব্যাংক ঘিরে ফেলেন।

একটি সূত্র জানায়, ব্যাংকের ভেতরে কর্মকর্তাসহ  ১০ থেকে ১২ জন স্টাফ আছেন। এ ছাড়া কয়েকজন গ্রাহক থাকতে পারেন।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।