ঢাকা, শুক্রবার, ৫ পৌষ ১৪৩১, ২০ ডিসেম্বর ২০২৪, ১৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হালতিবিলে সড়কের পাশে পড়েছিল যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
হালতিবিলে সড়কের পাশে পড়েছিল যুবকের মরদেহ বিলের পাশে সড়কে যুবকের মরদেহ দেখছেন উৎসুক জনতা

নাটোর: নাটোরের হালতিবিলের একটি সড়কের পাশ থেকে এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে নলডাঙ্গা উপজেলার হালতিবিলের খোলাবাড়িয়া-হালতি গ্রামের মাঝখানে সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, সকালে হালতিবিলের খোলাবাড়িয়া ও হালতি গ্রামের মাঝখানে একটি পাকা সড়কের পাশে এক যুবরকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, মৃত যুবকের শরীরের বিভিন্ন স্থানের জখমের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করা হয়েছে এটা নিশ্চিত। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করার পর এ স্থানে ফেলে রেখে গেছে।  

নিহত যুবক হয়তো অটোরিকশাচালক কিংবা মোটরসাইকেল আরোহী হতে পারেন। তার অটোরিকশা কিংবা মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে তাক হত্যা করে এ স্থানে ফেলে রেখে যেতে পারে।

এসব বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে কারা, কি উদ্দেশে, কখন, কীভাবে হত্যা করেছে তা উদঘাটনের চেষ্টা চলছে। পাশাপাশি নিহত যুবকের নাম-পরিচয় শনাক্তের চেষ্টাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।