ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাংবাদিকের ছেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাংবাদিকের ছেলের মৃত্যু

নাটোর: নাটোরের লালপুরে ব্যাডমিন্টন খেলা শেষে বৈদ্যুতিক সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জিহাদ হোসেন (১৫) নামে এক মাদরাসাছাত্র মারা গেছে।  

শনিবার (২১ ডিসেম্বর) ১১টার দিকে উপজেলার বিলমাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

জিহাদ লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নয়া শতাব্দীর স্থানীয় প্রতিনিধি মো. সালাউদ্দিনের ছেলে। জিহাদ তার ছোট ছেলে বলে জানা গেছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, রাতে জিহাদ তার সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলা শেষে বিদ্যুতের সংযোগ খুলতে যায়। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হলে জিহাদকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।  

স্থানীয় সাংবাদিক আব্দুল মোত্তালিব রায়হান জানান, রোববার (২২ ডিসেম্বর) সকালে বিলমাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজে জানাজার পর জিহাদকে নিজেদের গ্রামে দাফন করা হয়েছে।  

সাংবাদিক সালাউদ্দিনের ছেলের মৃত্যুতে স্থানীয় প্রেসক্লাব, বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।