ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে কঙ্কালসহ দুই যুবক গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
ময়মনসিংহে কঙ্কালসহ দুই যুবক গ্রেপ্তার কঙ্কালসহ আটক যুবকরা

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় কবর খুঁড়ে তুলে আনা মানুষের কঙ্কালসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ ডিসেম্বর) ভোরে মুক্তাগাছা পৌরসভা গেটের সামনে থেকে কঙ্কালসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- জেলার সদর উপজেলার মৃত আক্কেল আলীর ছেলে মো. রুবেল মিয়া (২৪) ও জামালপুর জেলার মৃত মোছলেম উদ্দিনের ছেলে মো. মনিরুজ্জামান মনির (২৫)। তারা বিভিন্ন এলাকার গোরস্থান থেকে কঙ্কাল চুরি করে ব্যবসা করে বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

থানা পুলিশ জানায়, রোববার ভোরে মুক্তাগাছা পৌরসভা গেটের সামনে বস্তায় করে কঙ্কাল নিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিল দুই যুবক। তখন তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাদের সঙ্গে থাকা বস্তায় মানুষের কঙ্কাল দেখতে পায় এবং তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের বহন করা বস্তায় দুইজন মানুষের মাথার খুলি, হাত ও পায়ের হাড় ২৪টি, পাঁজরের হাড় ৩০টি, কোমরের হাড় ৪টি, মেরুদণ্ডের নিচের হাড় ২টি, কাঁধের হাড় ৪টি, থুতনি/চোয়াল এর হাড় ২টি, মেরুদণ্ডের হাড়/কশোরুকা ৩২টি, হাত ও পায়ের আঙুলের হাড় ২২টি, হাত ও পায়ের জয়েন্ট/গিরা অংশ বিশেষ ১৬টি পাওয়া যায়। তারা বস্তায় করে সেগুলো বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাচ্ছিল বলে পুলিশকে জানিয়েছে।

মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন, চোরচক্রের সক্রিয় সদস্যরা কঙ্কাল নিয়ে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল। খবর পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়। যাচাই করে দেখা যায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি থানা, ঢাকার রেলওয়ে থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এরা মূলত আন্তঃজেলা কঙ্কাল চোর চক্রের সক্রিয় সদস্য। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।