ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় গরুসহ তিনজন আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় গরুসহ তিনজন আটক 

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় তিনটি গরুসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)-৫৩ ব্যাটালিয়ন সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান।

আটক ব্যক্তিরা হলেন-চাঁপাইনবাবগঞ্জের বাখেরআলী এলাকার জালাল উদ্দিনের ছেলে বাকিদুর রহমান (৩৫), বেলপাড়ার সোনাউদ্দি আলীর ছেলে শাহিদুল ইসলাম (৩৫), নামোজগন্নাথপুর বাদশা পাড়ার শফিকুল আলীর ছেলে আব্দুল করিম (৩০)।

বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে বাখের আলী বিওপির বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের গোয়ালডুবি ঘাটে অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় তিনটি গরুসহ তিনজন চোরাকারবারিকে আটক করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান বলেন, চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত গবাদিপশু, অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।