ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

ভারতে অনুপ্রবেশ চেষ্টা, মানবপাচারকারীসহ ৭ বাংলাদেশি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
ভারতে অনুপ্রবেশ চেষ্টা, মানবপাচারকারীসহ ৭ বাংলাদেশি আটক

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করার সময় দুই মানবপাচারকারীসহ সাত বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ২৫-বিজিবি সরাইল ব্যাটালিয়ন থেকে এই সাতজনকে মাধবপুর থানায় সোপর্দ করা হয়।

আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার তীরকোণা গ্রামের সামু সরকারের ছেলে ঘনুরঞ্জন সরকার (২৩), সিংহগ্রামের রাজকুমার দাসের ছেলে গোবিন্দ দাস (৩৭), তার সহোদর ধর্ম দাস (২৩), লালমোন শাহাজীর ছেলে সুশীল শাহাজী (২০), নরসিংদীর রায়পুর উপজেলায় রাজপ্রসাদ গ্রামের চান মিয়ার ছেলে মনির মিয়া (৪৫), হবিগঞ্জে মাধবপুর উপজেলায় সন্তোষপুর গ্রামের কামাল মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৫) ও ওলি রহমানের ছেলে মোখলেছুর রহমান (৩০)।

তাদের মধ্যে হৃদয় মিয়া ও মোখলেছুর রহমান মাধবপুর সীমান্তের পরিচিত মানবপাচারকারী। এই দুজনকে টাকা দিয়ে পাঁচজন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন।

বিজিবির বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার (২৩ ডিসেম্বর) রাতে ওই সাতজন মাধবপুর উপজেলার সস্তামোড়া সীমান্ত দিয়ে ভিসা ও পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতে গমন করছিলেন। এ সময় ধর্মঘর সীমান্ত ফাঁড়ির বিজিবি টহল দল সীমান্ত পিলার ১৯৯৬/৫ এস থেকে ৫০ বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করে।

এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করবে বিজিবি। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।