ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিন সন্তানের জননী শারমিন বেগম ওরফে হরলুজা বেগমের মাথা কেটে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) নিহত হরলুজার মেয়ে রুমা আক্তার বাদী হয়ে আটক ফারহান রনিকে আসামি করে এ হত্যা মামলা দায়ের করেন।
আখাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, হত্যার ঘটনায় মামলা হয়েছে। প্রাথমিকভাবে ওই যুবক হত্যার কথা স্বীকার করলেও কি কারণে এই হত্যাকাণ্ড তা এখনো জানা যায়নি।
আজ বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলের মধ্যে তাকে আদালতে হাজির করা হবে। এসময় আদালতে পাঁচ দিনের রিমান্ডের জন্য আবেদন করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, মঙ্গলবার আখাউড়া উপজেলার গাজীর বাজার গ্রামে দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভুঁইয়ার বাড়ির পরিত্যক্ত জায়গায় হরলুজা বেগম নামে এক নারীর মাথা কেটে আগুনে পুড়িয়ে হত্যা করে যুবলীগ নেতার ছেলে ফারহান রনি।
** ভোরে নারীকে ডেকে নিলেন যুবলীগ নেতার ছেলে, দুপুরে মিলল পোড়া মরদেহ
বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
আরএ