ঢাকা, শুক্রবার, ২১ ফাল্গুন ১৪৩১, ০৭ মার্চ ২০২৫, ০৬ রমজান ১৪৪৬

জাতীয়

নৌবন্দরের নিরাপত্তা উন্নয়নে সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৫
নৌবন্দরের নিরাপত্তা উন্নয়নে সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র

ঢাকা: যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড ইন্টারন্যাশনাল পোর্ট সিকিউরিটি (আইপিএস) প্রোগ্রামের প্রতিনিধিরা ২০ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ নৌপরিবহন অধিদপ্তরের সঙ্গে দেশভিত্তিক নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করেছে। বৃহস্পতিবার ( ৩০ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, সামুদ্রিক পরিবহন ব্যবস্থা আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক অর্থনীতির মেরুদণ্ড। সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে সমন্বিত পদক্ষেপ প্রতিষ্ঠা করতে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এবং এর সদস্য দেশগুলো ইন্টারন্যাশনাল শিপ অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি (আইএসপিএস) কোড তৈরি করেছে, যা সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের জন্য একমাত্র আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি।

যুক্তরাষ্ট্র কোস্টগার্ডের আইপিএস প্রোগ্রাম ২০০৩ সালে আইএসপিএস কোড বাস্তবায়নকে শক্তিশালী করতে এবং সারাবিশ্বে সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে প্রতিষ্ঠিত হয়েছিল। বন্দর নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ এবং সমুদ্র বাণিজ্যের অংশীদারদের সঙ্গে কাজ করে, আইপিএস প্রোগ্রামের প্রতিনিধিরা প্রতি তিন বছরে একবার অংশীদার দেশগুলো সফরের অনুরোধ করেন, যেখানে তারা বন্দর নিরাপত্তার তত্ত্বাবধানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দেশের বন্দরগুলোতে আইএসপিএস কোডের বাস্তবায়ন পর্যবেক্ষণ করেন।

প্রতিনিধি দলের প্রধান লেফটেন্যান্ট কমান্ডার ন্যাগি বলেন, এ দেশভিত্তিক নিরীক্ষা চলাকালে, যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড বাংলাদেশ নৌপরিবহন অধিদপ্তরের সঙ্গে সরাসরি কাজ করেছে, যা বন্দর নিরাপত্তা তথ্যের দ্বিপাক্ষিক আদান-প্রদান এবং সবচেয়ে ভালো অনুশীলনগুলো ভাগ করে নেওয়ার সুযোগ দিয়েছে। আমাদের নিজ নিজ দেশে বন্দর নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে এবং বাংলাদেশের আইএসপিএস কোড বাস্তবায়নের বিষয়ে আরও জানতে সরকারের মধ্যে এ আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগের জন্য আমরা নৌপরিবহন বিভাগকে ধন্যবাদ জানাই। এ নিরীক্ষা থেকে অর্জিত জ্ঞান দেশব্যাপী বন্দরগুলোতে তাদের বন্দর নিরাপত্তা প্রোগ্রামের উন্নয়নে ব্যবহৃত হবে, ফলে বৈশ্বিক সামুদ্রিক পরিবহন ব্যবস্থার নিরাপত্তা উন্নত হবে। আমরা বিশ্বাস করি যে, এ বন্দর নিরাপত্তা বিনিময়গুলো পারস্পরিকভাবে আমাদের ব্যাপকভাবে লাভবান করবে।

যুক্তরাষ্ট্র কোস্টগার্ড যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও সুরক্ষা উন্নত করার জন্য বিদেশী সরকারি কর্মকর্তাদের জন্য পারস্পরিক বন্দর নিরাপত্তা প্রোগ্রাম প্রদানের মাধ্যমে বিশ্বব্যাপী অংশীদারিত্ব বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৫
টি আর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।