ঢাকা: রাজধানীর মহাখালী সাত তলা বস্তির পেছনে একটি দোতলা ভবনে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (২৮ ডিসেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোলরুমের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বিকেল ৪টা ১০ মিনিটে খবর পেয়ে মহাখালী সাত তলা বস্তির পেছনে একটি দোতলা ভবনে আগুন নেভানোর জন্য দুটি ইউনিট পাঠানো হয়। বিকেল ৪টা ৪৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের সূত্রপাত তদন্ত সাপেক্ষে জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
এজেডএস/আরবি