বরিশাল: বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার রোডে ওয়ার্ড যুবদল নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত গভীর রাতে নগরের লাইন রোডে এ ঘটনা ঘটে।
গুরুতর জখম যুবদল নেতা ইউসুফ আলী খান রনি (৩৫) নগরের ১৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ও লাইন রোডের বাসিন্দা রতন আলী খানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দিবাগত রাত ১২টার দিকে লাইন রোড দিয়ে হেঁটে যাচ্ছিলেন রনি। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।
সোমবার (৩০ ডিসেম্বর) কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ দেখেছি। মুখোশ পরা কয়েকজন যুবক এসে কুপিয়ে চলে গেছে। তাদের শনাক্তের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
এমএস/এমজেএফ