ঢাকা: রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, এ সময় তাদের কাছ থেকে ১১ কেজি ৩৫ গ্রাম গাঁজা, ৬৫৮ পিস ইয়াবা, ১১১.২ গ্রাম হেরোইন, ৪৬৫ বোতল ফেনসিডিল ও চার বোতল বিদেশি মদ জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ২৪টি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
এমএমআই/আরবি