ঝালকাঠি: ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ঐক্যই শান্তি, ঐক্যই শক্তি। বাংলাদেশ আমাদের সবার, সব ধর্ম, জাতি, বর্ণ সবাই বাস করি, দেশকে ভালোবাসি।
আওয়ামী লীগের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ছলে বলে কৌশলে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে জোর করে চেয়ার দখল করে বসেছিল। জনগণকে ভোটাধিকার প্রয়োগে বঞ্চিত করেছিল। সেই সুযোগ আর দেওয়া হবে না। এবার সবাই দিনের আলোতে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।
ইমাম ও মুয়াজ্জিনদের বেতন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যান্য চাকরির মতো ইমাম-মুয়াজ্জিনকে সম্মানিত করা হবে। ট্রাস্টিবোর্ডের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা হবে। শুধু তাদের না, অন্যান্য ধর্মাবলম্বী নির্দেশক ব্যক্তিদের জন্যও এভাবে সম্মান দেওয়ার ব্যবস্থা করা হবে, যোগ করেন উপদেষ্টা।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় ঝালকাঠির নেছারাবাদ ইসলামী কমপ্লেক্সে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, আমীরুল মুছলিহীন মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহিদুল হক।
অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আরও বলেছেন, গত ৫ আগস্টের পর কিছু দুর্বৃত্ত বিভিন্ন জায়গায় লুট, হামলা ও ভাঙচুর করেছে। আমরা দায়িত্ব নেওয়ার পর ৯২ জনকে গ্রেপ্তার করেছি এবং ৭০টিরও বেশি মামলা হয়েছে। সেসব মামলা সঠিকভাবে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান-সবার ঐক্যের বিকল্প নেই।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
এসআই