ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

গ্রামের জমি নিয়ে বিরোধ, রাজধানীতে দিনমজুরকে পিটিয়ে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
গ্রামের জমি নিয়ে বিরোধ, রাজধানীতে দিনমজুরকে পিটিয়ে হত্যা ফাইল ছবি

ঢাকা: রাজধানীর গাবতলী দ্বীপনগর এলাকায় মুকুল শেখ (৩৭) নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যা অভিযোগ পাওয়া গেছে।

নিহত মুকুলের স্বজনদের দাবি, গ্রামের জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করে পুলিশ। বুধবার (২ জানুয়ারি) দিনগত রাতে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় মুকুলকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা রাতে মৃত ঘোষণা করেন।  

নিহত মুকুল বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ছেলাচাপরি গ্রামে। তার বাবার নাম মৃত দুলাল শেখ। মুকুল রাজধানীর গাবতলীর দ্বীপনগর এলাকায় থাকতেন।

নিহত মুকুলের ছোট ভাই রব্বানী শেখ জানান, তারা গাবতলীর ওই এলাকায় বালু-সিমেন্টের বহনে দিনমজুর হিসেবে কাজ করতেন। রাতে কাজ শেষ করে দুই ভাই হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় হুট করে ১০ থেকে ১২ জন তাদের ওপর হামলা করে অন্ধকারে এলোপাতাড়ি পেটাতে থাকে। প্রাণ বাঁচাতে রব্বানী সেখান থেকে দৌঁড়ে পালিয়ে যান। তবে একা পেয়ে মুকুলকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে ফেলে রেখে তারা পালিয়ে যায়। পরে গুরুতর আহত মুকুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, গ্রামে তাদের জায়গা জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে একটি দ্বন্দ্ব চলছিল। দুই বছর আগে তাদের সেই প্রতিপক্ষ ব্যাপক মারধর করেছিল। তাদের ভয়েই গ্রাম থেকে ঢাকায় এসে কাজ করেন মুকুল ও রব্বানী। তাদের পুনরায় মারার জন্যই  ঠিকানা বের করে আজ রাতে প্রতিবেশী কামরুল, লালু, আনোয়ার, জাহাঙ্গীর, লোকমান, ইয়াসিন, হাকিম, সাইদুল, ওয়াজেদ ফকিরসহ ১০ থেকে ১২ জন মিলে রাতে হামলা করেছে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৪
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।