ঢাকা: রাজধানীর মহাখালী এলাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১২২টি পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল ৩ এর অন্তর্গত কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১২২টি পরিবারের মধ্যে ডিএনসিসির পক্ষ হতে পরিবার প্রতি নগদ পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।
প্রসঙ্গত, গত বছরের ১৮ ডিসেম্বর বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর মহাখালী এলাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৫
এমএমআই/আরআইএস