নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে তাপমাত্রার পার প্রতিদিনই কমছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, প্রতিদিনই উত্তরের এই জনপদে শীতের তীব্রতা বাড়ছে। সেই সঙ্গে দিন ও রাতে কুয়াশায় ঢাকা পড়ছে জনপদ। চলতি মাসে কয়েকটি শৈত্য প্রবাহ রয়েছে। তীব্র শীত ও কুয়াশার কারণে রাতে ও দিনের প্রথম প্রহর লোকজন ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।
এলাকার অসহায় ও গরিব মানুষরা জানান, ‘জারত মারা গেইনো বাহে। হামার প্যাকে কাহো দেখে না। বলেন, ঘরের চালা দিয়া রাইতোত হিয়াল (ঠান্ডা) সেন্দায় বাহে। জারত খিব কষ্ট। চারিদিকে ঘন কুয়াশা। ’
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক নূর-ই আলম সিদ্দিকী জানান, কয়েকদিন ধরে তীব্র শীত ও কুয়াশায় এই জনপদের মানুষ কষ্ট পাচ্ছেন। ইতোমধ্যে ৩২০০ কম্বল বিতরণ করা হয়েছে এবং ১০ হাজার কম্বলের চাহিদাপত্র পাঠানো হয়েছে। শীতার্ত মানুষের পাশে বিত্তবান ও বেসরকারি সংস্থাগুলোকে দাঁড়ানোর আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৫
এসআরএস